তোমাদের এই প্রাচুর্য ভরা রঙের শহরে
আমি খুব বেমানান!
এসেছিলাম তোমাদের এই শহরে
দুঃখ গোছাতে তা আর পারলাম কই।
আমার স্বপ্ন গুলো-
দরিদ্রতার ছোবলে ক্ষত-বিক্ষত
অভাব যেন প্রতিনিয়ত
আমার সাথে ঠাট্টা করে।
উত্তপ্ত পিচঢালা রাজ পথ হেঁটে চলেছি
দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে
ক্লান্ত হয়ে বেলা শেষে ফিরে যাই
সেই স্বপ্নের নীড়ে।
রাত হলে চাঁদের আলো যেন নেমে আসে
আমাদের ঘরে-
চাঁদের আলোয় মাদুর পেতে বসে থাকা
আর রেডিওতে চলা পুরনো দিনের গান
বেদনার্ত হৃদয় যেন ছুঁয়ে যেত লাগলো।
ধীরে ধীরে নিদ্রাদেবীর কলে
হারিয়ে যেতাম স্বপ্নের রাজ্যে
কেবলই মনে হয় আমি যেন
সেই রাজ্যের রাজকুমার।
পক্ষীরাজ ঘোড়ায় চেপে ছুটে যেতাম
দূর থেকে বহুদূর-
মাঝে মাঝে হতাম দেশান্তর।
ঘুম ভাঙ্গে কষ্ট গুলোর আর্তনাদে
হৃদয় হাতে হাতড়িয়ে খুঁজে বেড়াই
স্বপ্নরাজ্যের সেই সুখ।
এমনি করে কেটে যায় আমার দিন গুলো
শুধু স্বপ্নের পথে হেঁটে হেঁটে.......।