যান্ত্রিক এই শহরের বুকে ঘুরেফিরে
কেটে গেছে তিরিশটা বছর
হাসি গান গল্প আড্ডায়
আনন্দ বেদনায় সুখে দুঃখে।
স্মৃতি স্মরনবীনায় কাজে যে সমস্ত স্মরনীকা
যা আজ ভারাক্রান্ত করে তোলে মন।
বেদনার্ত হৃদয়ে ভাবি সে সব কথা বসে বসে
কেন যে ছেড়ে চলে এলাম
চিরদিনের জন্য স্বপ্নের সেই গ্রাম
যেখানে আমার নাড়ি পোঁতা।  
কে জানে? জীবন যাপন এমন হবে
ওরা তো চেয়েছিল চির আত্মীয়তা
এত গভীর ভালোবাসা পাইনি আগে।
সোহেল, জুয়েল, মশিউর, আজাদ
রতন, ইকবাল,
কত অজস্র স্মৃতি অজস্র সমেবাধন
আজ বড় ভীড় করে মনের মনিকোঠায়।
কিন্তু যে ভুল করেছি
পথ নাই তার প্রায়শ্চিত্তের
শুধু ভাবি আর মনে মনে চোখের জল ফেলি।
ভাবি আবার যদি ফিরে পেতাম
সোনালী সেই দিনগুলো
তাহলে হয়তো কিছু ভুল শোধরানোর
সুযোগ পেতাম।
ভুল শোধরানোর সুযোগ এখন আর নেই
সময় ফুরিয়েছে সময়ের অতলে .........