বাসিতে খেলো না হাসি হাসি মুখ ?


লোভেতে মরোনা বড়োলোকি সুখ !


সুখ-সুখে দুখেরি অসুখ !


ভালোবাসা কারে কয় সবার‌ই আসুক ?


চিনাকে করোনা ভানেতে পরাজয় ?


আপন চেয়ে ভেবো না পর বড়ো হয় ?


মনকে করোনা গনিতের খাতা !


পড়তে উল্টায়োনা পর পর পাতা ?


ধনবানে ভেবো না বড়ো লোকি স্বভাব !


সুযোগে মেরোনা অভাবির অভাব ?


ভালোকে দেখো না টের কোণা চোখে !


অতি চালাক সেজোনা পড়িবে পেকে ।


মনকে ভেবো না পন্ডিত জনক ?


পর মাঝে খুঁজিয়ো জগতিক টনক ?


মানুষকে ভুলো না ছোটো বড়ো ছলে !


পিঁড়িতির ঢাকনা বাঁদরে খোলে ?


অতি আদরে মেখো না সরিষা ফুল ?


মানুষে ভুল বোঝো না মানুষ‌ই ভুল ।


জোরামি করোনা পতনে ভয় !


সৎকে মেরোনা অসময়ে জয় ?


মাতাপিতা বকো না পস্তাতে হয় ?


আগুনে খেলো না বাতাসে বয় !


জোলাকে বলো না জোলাতে ভাই ?


মুখ দেখে ভুলো না সাধুতে তাই।