ষড়ঋতুর এই বঙ্গ দেশে পুষ্প বাগে বাগ !


শীত,গরমি,উষ্ণ হাওয়ায় মন-প্রাণে লাগ ?


দূরপাল্লায় নবীন এলো ভেসিয়ে বেড়ায় তরি


শাপলা ঝিলে নির্মল আকাশ আয়" বঙ্গ গড়ি ?


মাট ভরা ঐ 'ইরির আবাদ চাষির ফুটে গান !


আমার দেশের সোনার জ্যাতি,কোন দেশেতে পান ?


জলের ঢেউয়ে তারুণ্যেতা, মনের ঢেউয়ে নারী !


আবেগ-ছোঁয়া বিশ্ব তীরে বঙ্গ আমার বাড়ি ।


কাশের ধারে বঙ্গ নদী ওপার গুচ্ছ গ্ৰাম ?


ঝাঁক বাঁধানো উড়াল পাখি দেখতে কতো আরাম !


মায়ের শোভা শিশুর কিরন বাবার শোভা বাজার ?


রাতের গার্ডে শিয়াল মামা চলছে দিন রাজার ।