শহর যে এক বন্দিগার,
গ্ৰাম্য লোকের কাছে !
সময় আর মাস যাওয়াটাই
স্বপ্নো হয়ে আছে।
অভাব টানে আসে ওরা
মনের টানে ভাসে!
একটু খানি ছুটি পেলেই
উৎফুল্লে হাসে ।
ওদের বাস্তব চেয়ে স্বপ্নো বেশি
সহজ সরল পথ!
জোটে যদি সোনার হরিণ
তবুও হারতে নাহি সত।
ডুবতে পারে গহিন জলে
রুখতে পারে বিরোধ!
হাসি মুখে ফিরতে জানে
গ্ৰাম্য মায়ের ঘরোত।
ওরা স্বাধীন ভাবে ভাবতে জানে
মানতে জানে নিজ ?
নিজের মানিক গড়ে তোলে
নবরত্নের বীজ ।
পথে পথে ক্ষান্ত ওরা
শান্ত তবুও সবাই !
আয়ের তরে যুদ্ধ করে
বকার ধারে না কামাই ।
মনের জোটে গ্ৰাম্য ছুটে
রোজগারেতে শহর !
ভালোবাসায় দিগ দিগন্তে
ঐক্য গড়ে বহর।