অভিমান তো করুনি কিসের সংকট তাই বলো ?


পলকে ঝলকে নোলক যেনো সরে না আজ ।


কী জানি মনোহারিনী,এক চমকানো এসেছে ?


বোধ পাওয়া আকাঙ্ক্ষা গুলো ক্ষিপ্তো,খাড়া লোমে বক্র;


দাঁড়িয়ে আছে স্বপ্নো মোড়ানো-বাস্তবতা এক ভোর।


চাওয়াটা লজ্জার বিষয়,পাওয়াটা আশাহীন !


ক্ষণে-ক্ষণে তবুও পারিনি বুঝাতে,আছে তো যৌবন।


কখনো ক্ষিপ্তো কখনো শান্ত এভাবে চলেনা !


দারুন এক উৎফুল্ল-উল্লাস তবুও ভেঙে পড়ে বাঁধ।


আশ্চর্য,এক মাশুল গুনতে হয় পড়ন্ত বেলায় !!!


যায়-যায় তবুও ভাবনাহীন,স্বপ্নো ছোঁয়া নড়ে ।


ছাড়িনি পথ ছাড়িনি মত দেখিই কতোদূর ?


এলোপাথাড়ি আজ দিনক্ষণ,এলোমেলো ভাব ;


দেখি পারি কিনা-ঘুরাতে যুবকের সেই,অগ্নিঘাত ।