মাগো নেত্র দুটি তোর আজি
কেনো টলমল পানি ?
ভুরি রক্ত ভেজা বুঝি আসিলো ফিরি !
সংহরণ বেদনা হায় একুশে ফেব্রুয়ারি।
আমি তো হেরিলাম তোর বাছা ?
না জানি কখনো কোথা !
উষার কোণে দাঁড়িয়ে
হাত দুটি বাড়িয়ে ?
আমারে বলিতেছে খোকা ?
আমি তো পুনশ্চ আসিলাম ফিরি !
বঙ্গ খিন্ন মায়ের হারানো বাছা।
একুশের জয়ে দেখ আজি চেয়ে ?
নিশান লাল বৃত্ত চতুঃপার্শ্ব সবুজ!
তারা আমিও অমর রয়েছি দাঁড়ে !
বঙ্গ মাকে জেনে দিস তারে,
হারিয়ে মধুরও হাসিয়ে ভুলিনি তোরে ?
স্নেহের আদর মাখা আঁচলের তলে !
ধন্য অদ্য সবি মা তোর,
লুটাইয়া চরণে ।
সন্ধান সন্ধান ৫২ ক্ষতো জ্বালা
মরি নাই-মরি নাই "ওগো মা?
দৃষ্টি নিস্তার তোদের‌ই পানে!
অমর রহিলাম রবি অস্ত
ও তোর মায়া ছায়ারী তরে।