বঙ্গ আমার সফল ধরা
চিন্তা মায়া মগ্ন ভরা !
কেমনে করে করবো আমি ?
আমার দেশের সেবা!
দূর্নীতিতে চলছে বাজেট,
সুদ-ঘুষতে দিবারাত্রি ভরা!
এটাই বুঝি স্বাধীন দেশের,
সোনার বাংলা গড়ার আশা ?
নয়টি মাস যুদ্ধ করে,
দেশকে স্বাধীন করলো যারা ?
অন্যায়ের প্রতিবাদে ,
বয়ে আনলো দেশের সেবা।
কোথায় তাদের মুক্তি সেবা ?
এখনো, চলছে দেশে বিশৃঙ্খলা !
চাকরিতে ছুটছে যারা,
ঘুষের বাজেট এইতো জ্বালা !!!
কেঁদে ফিরছে নিজ গৃহে তারা ?
এটাই বুঝি দেশের সেবা !
বলবো যখন বলছি কথা,
দারিদ্র্যতার মুক্তি কোথায় ?
পণ্য বাড়ে উর্ধ্ব হারে?
মান শিক্ষা ডুবছে কেনো?
বাংলা মায়ের অন্ত জ্বালে ।
হয়তো মরেও শান্তি না !
দেশ রক্ষার মুক্তি সেনা ।
স্বাধীন হয়েও অনবরুদ্ধ না !
আজ‌ও দেশের সেবা জুটলো না।