দোলে-দোল কর্ম দোল, ঝেড়ে ফেল ছল ?


বানে কমে বৃষ্টি পানি, নেমে পড়ে জল ।


ধন্য-ধন্য শূন্য বল,ক্ষিপ্তো পথে চল ?


মধ্যে পড়ে দিব্যি হানা, বাধ্য গড়া দল  ?


অদ্য মনে শক্ত বাজ, নগ্ন ফিরে আজ !


নব্য যুগে ধর্মে কানা, বল কী হে' চাস ?


তিক্ত-তিক্ত রিক্ত ঝরা, তৃপ্ত ফুটে হাসি !


উদ্ধে তীরে সপ্তো জ্বালা, খিন্ন ভালোবাসি ।


সাধ্য হারা বাধ্য ঢোলে, নিম্ন দরিয়াই ?


বিশ্ব বুকে দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব দেখি ভাই !


ক্ষান্ত প্যাঁচে ভ্রান্ত আলো, খর্ব দোলে ঢেউ ;


নিভু যাতা অন্তগাঁথা, মর্ম বুঝে কেউ ?


পর-পর ধড়ফড়, আপন যাতনা !


চেনা-চেনা নড়বড়ে, কী বিশ্ব রটনা ?