মাটি বলে রক্ত-মাংস,


আমি সব করি এক !


নয় যদি হয় কথা,


মরে আগে দেখ ?


তাপ বলে বাতাস মানিনা !


ধুয়ে আনি ঘাম ।


কবরে শুয়লেই বুঝবি


-মোর কতো দাম ?


পোকা বলে লোহা কিছু না !


আমি পাথরের তল করি ধুনো !


বারযাক বসে-বসে খাবো,


কাফেরকে শুনো ।


পানি বলে ভিটা বুঝি না,


ভেঙে মাটি তল !


মাটি ঘরে দাবে ধরে,


দেখবো তোর বল ?


বৃক্ষ বলে মাটি করি জড়ো !


সব শিখর ধরে ।


শাস্তি হলে মরা ধরার ,


পিন্ডে নিবো ঝরে ।


খাদ্য বলে আমি করি পচন !
হাড়-মাংসের খসন !!


খসে-খসে পুঁজ নাড়ি,


মাটি করি আসন ।


আঁধার বলে আলো চিনি না ?


আমি অন্ধকারে ভরা !


সুখ-দুঃখ একটি করে,


বারযাক আমার গড়া ।