অদ্য নীল অন্তরীক্ষে, ভেসিয়ে উঠিলো তুলা মেঘ !


নবো অঙ্গে রৌদ্র ঝলোমল,ছড়িয়ে ছড়িলো !!


বৃক্ষ মাথায় দুলিছে ভারি সমির‌ও হাওয়া,


তৃপ্ত মনো জাগিলো-জাগিলো,ঘর্ম বহিলো কায়া ।


মৃদু বাতাসে জ্বলজ্বল দুলিছে স্বপ্ন রোল !


আবেগি জাগো-জাগো,ধরিত্রী এনেছে বিশ্ব কোল‌।


আজি আলস্য বেতাল মননে স্বপ্ন-স্বপ্ন ভাব !


বাহিরেতে ছুঁয়েছে হ্নদয়, আলয়ে ঘর্ম তাপ !


নির্মল গগনে বলিহারি,মনন‌ে এসেছে ভাব।


ধন্য জগতে "ওগো" ঘুচিলো উদয় ?


"শূন্যতায়" মুছিলো নিঃস্ব পাপ ।