আষাঢ়-শ্রাবণ মাস,বর্ষ ঝরে ঝর !


তিমির পড়েছে লুয়ে-ঠান্ডা ভরে ঘর ?


রবি ডুবু বিদ্যুৎ ঠাটা-অন্তরীক্ষ মেঘ !


বৃক্ষ ঘিরি জলরাশি,শনশন বেগ ।


কী আকাল অন্ধকার,অক্ষ মেলে তাকি ?


হলো দিন ডুবু-ডুবু,বর্ষ খুলো আঁখি ?


আলয় হতে বাহির বত্ম ক্ষতে কাঁদা !


মেঘ উড়ে অতি জোরে "হঠাৎ" রিক্ত সাদা ?


ভিলা-নৌকা,জেলে-মাঝি ধন্য পাড়া বল !


পথ-ঘাট তল-তল ,সঙ্গ বাধে দল ।


কর্ম হীনা চিন্তা মরা এতো দূর্বল যাতা ?


বিশ্ব জুড়ে দিব্যি নাই শূন্য রয়ে খাতা !


ভরা-ভরা বারিধারা, সজলের পথ ?


সুখ, দুঃখে ভাগাভাগি আজিকের মত ।