স্কুল বলো অফিস বলো
সব পড়েছে ছুটি।
ভোর খুলিলেই কোরবানিটা
কি বন্ধনের জুটি!
দূর- দুরন্ত ছুটছে কেহ
ভক্ত প্রেমের ঢেউ!
কোরবানিটার ধর্ম যতো
মর্ম জানে কেউ?
উদাস-উদাস উল্লাসিত
সাত-পাঁচেতে ভাগ,
ভাগের মরা মাংস হলে
কোরবানি বলে কাক।
ধর্ম, বর্ণ সব মিশেছে
মুসলিম উম্মাহর জয় !
তাক‌ওয়াটা ক্ষুন্ন হলে
কোরবানিটাই নয় ।
জিলহজের‌ই দিন পড়েছে
কোরবানির এই মাস,
আল্লাহ তায়ালার পরীক্ষাগারে
ইব্রাহিমে পাস।
দুঃখের জলে শান্ত ছিলো
পিতৃ পরিচয়!
কোরবানিটা কেমন ছিলো
কোরবানিটাই কয়?
ভ্রাতৃত্বের ত্যাগে গড়ো
মুসলিম জাতির দল?
অসহায়ত্বের হাতটি ধরো
মুছিয়ে ফেলাও জল ।