আমাকে পারিবে অপমান,অস্কারা,দূর্বল শূলি ?


পারবেনা ললাট কাড়িতে ।


আমি এক প্রভু ছাড়া ,


ন‌ই কারো কাছে নতজানু হারাতে ।


আমি আঁধারকে করিনা ভয় ?


তুফান করি ভর !


আমি আপনকে করি আলিঙ্গন,


পরকে কখনো করিনা পর ।


আমি মিথ্যুকের হিংসুক !


সততার পথে পথে ক্ষান্ত !!


আমি কুলাঙ্গা পথের,লিপ্সা ত্যাগী ?


অর্থ বোঝাতে ন‌ই ভ্রান্ত ।


আমি বদন গোমরাহের ধন্য কটুভাষী !


ন্যায়ের দ্বারে দ্বারে খিন্ন ভালোবাসি ।


আমি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির !


অন্তরেতে পোড়ায় ঘৃণা বসবতি ।


আমি স্বপ্ন জানিনা বাস্তবতায় ,


বিশ্ব ধীরস্থির জয় ।


আমি জলের জ্বলন্ত ডোবা !


গর্ত ফাঁদেও করিনা ভয় ।


আমি জীবন মৃত্যুকে ডাকি ?


ঝঞ্ঝাট আওয়াজের ডাক !


আমি বারোশো খন্ডে ন‌ই ?


এক খন্ডেই ভাগ ।