হে' বাহান্ন-একাত্তর কাপুরুষ ?
শূলে-নিগড় আজি,নাহি তোর ছাড়া !
উধাও হোক বঙ্গ দালাল ?
ক্ষিপ্তো নবিন জাগো হে'তোরা ?
উপশম মোদের‌ই অমরের বেদনা !
খারিজ হোক যতোসব ইতরের চেতনা।
গোপিত আর নহে দাও চেতাবনি ?
জরুর চৌপট হোক,বেইমান-রাজাকার যিনি।
বাংলার ক্রোড়ে বাংলার লোকে !
খোদ প্রাংশু ভেবে,যারা এনেছিলো তিমির ?
দাহ তাদের হবেই বঙ্গের বুকে !
যে'বা মহাপন্ডিত-যে'বা হয় হোক আমির ।
জহরত নয়নের সকাশে,যাহারা রহিলো না বেঁচে !
কি তাজ্জব যাতনা-হে' দুর্বিষহ জীবনের শেষে !!!
আনন্দ ন‌য় মোরা- অঝোরে বেদনার হাসি ?
বঙ্গ উরসে হোক-শালা যতোসব,বেইমানের ফাঁসি ।