দুলছে যেথায় ফুটছে ফুল,নেত্র হেরি তারে ?


মুক্ত হাসির মনটা দোলা হৃদয় মাঝে নড়ে ।


কি শোভনের কী এনেছো,ওগো" ত্রিভূবনী সাজে ?


আজ মনে হয় ঢেউ দুলিছে, মন হারিনী রাজে ।


ধ্বজা লখি একুশ' জয়ীর,বৈঠক' বর্ণাঢ্য দোলা ?


ভালোবাসায় মন ভেসেছে পড়ন্ত ভোর বেলা ।


দোর খুলেছে মুক্ত মনি স্বপ্ন ভরা বাচ্ !


লাজের কলি আলতো ছোঁয়ায়' কি দুলিছে আজ ?


লাজ-লাজেতে,মাসি-মামক্য তাও ছাড়িনি ঢেউ !


এ আবেগের অন্তকোণে, দোল-দুলিছে কেউ ?


রঙিন রঙিন স্বপ্ন খেয়াল উদাস মাতে আলো !


মাঘ জাড়েতে বৃক্ষে ঝরে বাসন্তী দ্বার খোলো ?