সংকট- দরজায় সংক্ষিপ্ত হয়ে পড়েছে!


বিচক্ষণের মাথায় পড়েছে হতবুদ্ধি উদয় ?


না জানি এ কেমন এক মনোরঞ্জন ?


শূন্য হস্ত পানে জুটেছিলো, এক নক্ষত্র !


মালিম করিতে করিতেই ভোগান্তির ছটফট ।


না জানি এ কেমন সংশয় ?


রিক্ত-বেদনা দুর পাহাড়ে লড়িতে ঝুলানো !


লাফিয়ে গিয়েছি ঝাঁপিয়ে পড়েছি দরিয়ায় ?


না জানি কেমন দিশেহারা ?


গোধূলিতে হাতছানির ঝাঁকুনি তুলেছি সর্ব কায়া ?


জোর ঝটিকা মিলেছে এক দিব্যি আশা !


বিধ্বস্ত এক বিশ্বস্ত কামনায় লিপ্তো ।


না জানি কি সভ্যতায় ঝলকানো ?


ধৈর্যকে রেখেছি এক মহাকাশ অভিযানে ?


সহ্যর গর্তই মিলিনি !


হঠাৎ দিয়াছে উঁকি,তিমির বিদারীর যোগ‍্য !


না জানি এ কেমন আকাঙ্ক্ষার সফল ?