বলো বঙ্গবন্ধু কোথায়,মাত্রাহীন শিক্ষায় ব্যঙ্গ ছোবলে ?


বলো জাতির জনক কোথায়, চাকরি মিলে টাকায় ।


বলো স্বাধীনতার স্থপতি কোথায়,বৃদ্ধ মাথায় বেকার!


বলো মুজিব বর্ষ কোথায়,গরিবের আইনি ব্যথায় !!


বদনে বঙ্গবন্ধু বদনে স্বাধীনতা,কখনোই মানুনি


-তাদের‌ই কথা ।


কোথায় রেখেছো বাংলা, কোথায় হেরেছো বাঙালি ?


সুশিক্ষার ঝুলি নিয়ে বঙ্গে দেখিলাম,বেকারের কাঙালি !!!


বলো বঙ্গবন্ধু স্বপ্নো কোথায়, ছাত্র-শিক্ষকে হামলা ?


বলো বঙ্গবন্ধু বাস্তবতা কোথায়, মিথ্যুকের হয়না মামলা ।


বলো বঙ্গবন্ধু মানে কোথায়- গনতন্ত্র ব্যথায় !


বলো বঙ্গবন্ধু ডিজিটাল কোথায়, বঙ্গ সন্ত্রাসী খাতায় !!


বলো বঙ্গবন্ধু কোথায়- উর্ধ্ব দ্রব্য মূল্যের,অশনি ব্যথায় ?


বলো বঙ্গবন্ধু কারে কয়, মানবের- মানবতায় মানবহীনতায় ।


বলো বলো কোথায় রেখেছো স্বাধীনতা -বঙ্গবন্ধুর আশা ?


স্বাধীনতার চুনকালি করে কেনো,অপ-মিথ্যার ভালোবাসা ।


ফিরিয়ে দাও বঙ্গবন্ধু, ফিরিয়ে দাও স্বাধীনতার মুক্ত পণ ?


মিলিয়ে দাও রক্ত বন্ধন,গনতন্ত্র জনে জন ।