জ্ঞানী-গুণী মহাজন, যে পথে করেছেন গমন
আমরাও যেন করিতে পারি তাদের অনুসরণ।
সারাবেলা-সারাক্ষন মহাজনের ছিল মিশন
করিত জ্ঞানের সাধন,পুষ মানাতো বিশ্ব ভুবন।


তাদের মতো হতে পারিব কী?
তবুও চালিয়ে যাব চেষ্টার মিশন
সফল হতেই হবে আমাদের এখন,
জ্ঞানই হল তার একমাত্র বাহন।


মনে রাখিব আজীবন,থাকিবেনা যৌবন
কাঁদিয়া করিবে রোধন,এখনি চালাও মিশন।


বসে রইলে কী? কাপুরুষের মতো?
ধর শক্ত করে হাল,জীবন করেছ উজাড়।
অপেক্ষার তরী বেঁয়ে,
আকুল সাগর জলে,কিনারা মিলবে কবে?


জ্ঞানের সাধনাই করে দেবে পাড়,
পরিশ্রমি হতে হবে তোমাকে এবার।
সাধনার ফলে পরিশ্রমের জ্বলে
জ্ঞানের সমুদ্র হয়ে যাবে পাড়,
জ্ঞানের সাধনা কর বার বার।