তরুন করুন গৃহে এই বুঝি ডুবে যায়
আশার ভাসান তরী পথ ভু্লা মোহনায়।
কে ওরে নিয়ে যাবে? এইযে,ঐ পথে,
পায়ে দলে সব ভুলে,শত বাধা অভিমত
জাগে না আজ ওরে জ্ঞানের জাগরণ।
বাতাসে লাগে না বুঝি মুক্তির শিহরণ।


আজাদির পতাকা আজ লুটে যায় ধূলিতে,
ভয় ভীতি লজ্জাকে পোড়ে দে চুলোতে।


রক্তিম ঐ সূর্যটা, উঠে দূর সীমানায়,
গ্রহন তাকে ঢেকে দিবে তা-কী মানায়??


ডানা মেলে পাখি উড়ে মুক্ত নীল আকাশে
হয় সদা পিছুটান,খর কুটোর আবাসে।


গা ভাসিয়ে দিয়ে যায় জীবনের জোয়ারে
মুক্তির স্বাধ পায় এই ভুবনে কে ওরে??


উষা ফোটা ফুল, ধূলিতে ঝরে যায়
মৃত্যুর আবহকে ফুলের কলি কি ভয় পায়??


ঝর্ণা ধারা বয়ে যায় নদী হয়ে সাগরে
আটকাতে পারে কী শত শত বাধা ওরে???


সব পিছুটান ভুলে আজ আসে ছুটে
সত্যের বীর যারা হার কি তারা মানে??


জাত, বর্ণ যাই হোক সবারই তো এক প্রাণ
গেয়ে উঠে একসাথে জীবনের জয়গান।।।