আধেক ভাঙা পরান
পান্না আকন্দ


বেহানবেলা আসমান দেকবার চাইয়্যা দেহি আন্ধার  মেঘ
চোহের খিদা মিডাইয়া দুঃখ লেকবার চাই আসমানে
বিষ্টির পানির লগে দুঃখ ফিরত আহে আমারি আঁঞ্চলে।
ভিজা আঁঞ্চলে বুক ঢাহি, ঢাইক্কা থই পরানডারে।


ঊস ভাঙা মাঘের রাইতে ডানা চাইপ্পা  আরজ করছিলি তুই
ভালাবাইস্যা পরানডা যেন চিরদিনের লাইগা পাডাই দেই তর কিনারে,  
কিচ্ছু বোঝনের আগেই কলংক চাপইয়া দিলো গেরামের মাইনসে,
ভালাবাইস্যা আধেক ভাঙা পরান কেবা কইরা পাডাই তরে!!


এই যে চৈইতের রোইদে খাড়াইয়া আসমানডা দেহি,দেকবার চাই তর মুখখান
পুড়া চোহে খরার তাপে তর মুখ দেইহা ঠান্ডা করবার চাই দেহডা,
কই!ঠান্ডা তো অয়না,জ্বইল্যা জ্বইল্যা খুইয়া পড়ে চোহের জল,
জহমের ক্ষতে আরও জহম করে পাড়ার বেবাক লোহে।


ভালাবাইস্যা আধেক ভাঙা পরান কেবা কইরা পাডাই তরে!!
ভাঙা পরানে কেবা রাহি তরে,কেবা রাহি তরে।