কোভিড- ১৯


বিশ্বের মোহনা শুয়ে আছে অন্তহীন জলপথ বুকে নিয়ে  
উন্নত রাষ্ট্রগুলোর উপরের আকাশটা আজ অন্ধকার
আমার দেশ  অসহায়,জনতা অবুঝ,মা নিরবে   কাঁদে।


কোভিড-১৯ এনে দিলো নিস্তব্ধতা, হুংকারে মৃত্যু ঝড়
আন্তর্দেশীয় বনে ঝুলে পড়া উজ্জ্বল রেশমী সূতো দেশে
বাবার বাকহীন মুখ বুকফাটা কান্নার নামান্তর।


  ঝলমলে সূর্য আজ রশ্মিহীন,তাপহীন লাল রঙে
সাইলেন কিলারের স্পর্শে পৃথিবী এখন মৃত্যুকোলে
বন্ধু! চলো যুদ্ধ করি, দূরে দূরে থেকে এক সঙ্গে।


আলোকোজ্জ্বল ভুবনটা ধরে রাখি নিজেকে ঢেকে
ধৈর্যের বীজে ধ্বংস করি জীবাণু,পবিত্র করি আলোকণা
বিষাদ পৃথিবীতে এই আলোটা যেন চিরদিন টেকে!


বৃদ্ধ-শিশু, আমজনতা সতর্ক করবো নিজ উদ্যোগে-
হ্যান্ড স্যানিটারাইজ করবো ব্যবহার কোনোকিছু ধরার আগে ও পরে,
কিছুক্ষণ পর পর ধুইবো হাত সাবান অথবা হ্যান্ডওয়াস দিয়ে।


অযথা যাবো না কেউ বাড়ির বাহিরে,কথা হবে তিন ফুট দুরত্বে
ডাক্তার প্রশাসন আছে তো!ধরেছে জীবন বাজি আমাদের বাঁচাতে
হাত তুলি নির্জনে,"হে দয়াময়,দয়া করো!করুণা করো,প্রাণঘাতী "করোনা" থেকে"


১১এপ্রিল ২০২০
পান্না আকন্দ