না ফেরার পত্র  


গলিত হৃদয় পুঁজের মতো নেমে আসে, সুখ ভাসায়
মনের ক্ষয় রোগে ক্লান্ত পরিশ্রান্ত ভালোবাসার অস্তিত্ব
ফিরে যাওয়া সম্ভব নয় ভিখুর প্রাগঐতিহাসিক যুগে।


তবুও খোঁজে চলি জীবন, নিয়ম করা দুঃখে
সরল পথ বন্ধুর হলো,প্রশ্ন তোলে পৃথিবী
সংসার থেকে পলায়ন প্রেয়সী কেনো খুঁজবে আশ্রয়?


শেষ পরিণতিতে সকলে  মিশে মাটির আদরীয় বুকে
জীবন শেখায় পথ আগলে, যেওনা ঘন সবুজ ঘাস নামে
চিনাজোঁকের স্তুপে,পা আটকাও শিমুলের কাঁটাবনে।


মৃত প্রায় শকুনেরাও ঝাপ দেয় শেষ ক্ষুধার জ্বালায়
পৃথিবী নিকোটিন টানে,প্রতি টানে পুড়ে পুড়ে আমি ক্ষয়
তবুও শীৎকারে শীৎকারে বেঁচে থাকার সপ্ন বুনি।


পাতায় লিখে আনা হৃদয়গুলো পরিশুদ্ধ মানবিক
ওদের চিৎকারে রোদের তেজ কিছুটা বিলিন হয়
অলিখিত হৃদয় চৈত্রের ক্ষেতে মাটিফাটা মানচিত্র।


প্রত্যাখ্যান নয়,বিবেক তাড়া করে ফিরছে
হয়তো আর কোনোদিন
ফেরা হবে না তোমার হৃদয়ের খুব কাছে।


পান্না আকন্দ
১৬এপ্রিল ২০২০