নীতির রাজা
পান্না আকন্দ


সভ্যতারা মিশে গেছে পিচঢালা রাস্তার সাথে
হায়েনারা পাড়ি জমাচ্ছে মানুষের দলে
রাজস্ব খাতে জমছে খেটে খাওয়া শ্রমিকের রক্ত
প্রেয়সীর রক্তে কেনা চাদরে ঢাকা পড়ে গেছে প্রেম।


আকাশ বেয়ে নামছে ক্ষণিকের শুভ্র গুচ্ছমেঘ
ঘন কালো শাড়ীর পাড়ে আঁকা আশার ছবি
পথ হারানো পথিকের বুকে জমে আশার বাণী
সমস্ত বৃষ্টির পানিতে ভেসে যাক অশুভ-অশুচি।


তবুও পৃথিবী আজো হায়েনার হাতে,
শ্রমজীবী মানুষের রক্তে জলসাঘরের নীল আলোতে
যারা মজে থাকে মাস্তিতে,কেউ জানে না তা।
তারাই নীতিতে রাজা আর আমরা প্রজা।


৩১ মে ২০২০