নিঁখুত চাষের অভিলাষ
পান্না আকন্দ


গাঢ় সবুজ বনাঞ্চল দেখেই
উর্বর পতিত মনে হয়?
আবাদ করতে ইচ্ছে করে?
আচ্ছা! কি আবাদ করবে?
মাসকলাই, যা অল্প চাষে হয়!
নাকি শ্বাক-সবজি?
সুগন্ধি পোলাও এর ধান!
বে-আকুব পুরুষ তুমি -
বড্ডমায়া হয় তোমার জন্য!
বাঁদুরের ন্যায় অন্ধ হয়ে আছো-
এ জমির নগ্ন নাভিতে নিকোটিন ঢেলে
তুমিইতো নষ্ট করেছো উর্বরতা।
আর যা দেখছো--
তোমার লবণাক্ত ঠোঁটের তিক্ত যৌবনের
বিষাক্ত শেওলার আবরণ।
যার জলসানিতে এভাবে স্বভাবে
পুড়ে মরবে আজীবন!


২৮ফেব্রুয়ারী২০২০