সমাচার
পান্না আকন্দ


প্রণয়ে প্রণয়ে যখন ভাঙে মন
ইচ্ছে হলে হতে পারে আবারো গঠন।


হাতের আঘাতে ভাঙা কাচে
কতটুকুই বা আর জীবন বাঁচে।


টুকরো টুকরো ভাঙা কাচের গুড়ি
তার চেয়ে ভয়ানক সন্ধেহের ছুরি।


ভাঙনের লগ্নে তীর না ভেঙে, ভাঙে যে পাঁজর
চোখের জল কতটুকুই পারে পৌঁছাতে খবর।


সমস্ত রোদের ঝলকানি পলক পড়তেই আঁধার
সে তুলনায় বিশ্বাস, ভরসা মেকি সমাচার।


১৯ জানুয়ারী-২০২০