গরিবের চাউল চুরি করে
   রোজা রাখ পুরো মাস,
হারাম টাকার ইফতার খাইয়া
   খামাখা তো উপবাস।


সুদ ঘোস আর ভোগ-বিলাসে
    এতিমের হক খাইলে মেরে,
গরীব ও অসহায়ের চাউল
     চুরি করলে সবার অগোচরে।


পাইবে না তুমি ক্ষমা
      শেষ বিচারে,
যতই বিত্তবান হও তুমি
      গরীবের ত্রাণ চুরি করে।


এই রমজানেই তওবা করো
     করবে না আর চুরি,
হালাল রুজিতেই করবে ইফতার
     সারাজীবন ভরি।।