পাড়া গায়ে সবে জানে আমি এক বাহাদুর
কন্ঠ শিল্পী আমি তাতেও আছে মোহ সুর
মাস্তানি করি বেশ তাতে আছে নাম ডাক
ভয়ে কাপে বহু লোক যদি আমি ছাড়ি হাক ।।


বাড়ি এলে আলাভোলা আমি অতি শান্ত
বোউটার টিপে পা হয়ে জায় ক্লান্ত
এই মোর বাহাদুরি ঘরে এলে খান্ত
ছি ছি করবে লোকে যদি এটা জানতো ।।

বোউ এর বকুনি আর টুকটাক করা কাজ
বাহিরে গল্প করি সংসারে করি রাজ
কত বড় বাহাদুর সুধু আমি জানি তা
বাহাদুরি লুপ্ত আমার বোউটার টিপে পা ।।


অফিসের বস আমি কর্মি আছে বেশ
বাসা হতে গিয়ে তাদের ঝেড়ে করি রাগ শেষ
বাঘ হয়ে দিন পার রাত হলে হনুমান
বোউটার পা টিপে ঘুমপাড়াই করে গান ।।


এভাবেই একদিন হবে মোর খেলা শেষ
সুখ দুঃখ এরি মাঝে চলে মোর দিন বেশ
কি আর করব আজ যা হবার হবে না
বাকি দিন গেলে জাক বোউটার ধরে পা ।।