গগনে সরিষা ক্ষেত,
আগুনে মধু ,
লবন এতো মিস্টি,
মিস্টি বনের কদু ।
আমি মন্ত্র পড়িবো কিসে,
ভিজিলাম তুষে
ঐ সারসী পাখির দোষে......


আমার ছাগলে পাগল খায়,
মাথায় হাটে রাস্তা,
জমিছে হায়েনা, ক্ষান্ত পায়ে,
ছ্যাকা পাওয়া আজি সস্তা।
ব্যাকা হয়ে একা একা
নাকো তাই হাসে ,
ভিজিলাম তুষে
ঐ সারসী পাখির দোষে....