দুঃস্বপ্নের অজ্ঞাত চিৎকার
পৃথিবীতে মিশে গিয়ে জীবন হইলো নষ্ট!
আমার একলা ঘরে দুঃসহ জীবন
দুই চোখের পাতায় ঝরে তরল পদার্থের কষ্ট!!


এতো জল ছিলো বুকে
ছোট্ট বড় কয়েকটা সমুদ্রের জলের সদৃশ্য
অবিশ্বাস্য হলেও দেখিলাম নিজের চোখে
চুপিচুপি নিঃশব্দে সাঁতার কাটি জলতরঙ্গ বিশ্বে!!


বৃষ্টিজলে লুকিয়ে থাকিতাম ভয়ে
সর্দি-জ্বর বাঁধবে শরীরে!
আজ আমার নেই কোনো ভয় জলে
আজ আমি শুধু ক্লান্ত, জলের গভীরে বসবাস
রক্ত চলাচল বন্ধ, তবুও বেঁচে আছি কোনো রকম নিঃশ্বাস চেপে ধরে!!


এখানে অশান্ত সাগরের পরে সাগর
একবার আসে যারা তাঁরা ফিরে পায় না কখনো ফেরার পথ!
আমি ও না ফেরার পথে দাঁড়িয়ে থাকি তোমার জগৎ কল্পনা করে,
আমি এ-ও জানি তোমার জগত অসৎ
বারবার আমার ভেঙ্গেছ বিশ্বাস আর করেছ কতবার মিথ্যা শপথ!!