চারদিকে হৈ-হুল্লোড় মানুষের পুঁজ
কোথায় আছে কার সাথে কার অভেদ
ব্যস্ত সকলে যে যার নিজের সাথে
স্বপ্নগুলো একাধারে জখম করে অন্তরে!!
জীবনের বাঁকে জীবন অভিশপ্ত
কেনো এতো বেদনায় ব্যাকুল কি উত্তর দিবে তোমরা?
প্রত্যেকে বলে প্রিয়তমার দেওয়া আঘাত
ব্যথাই ছিলো বুঝি প্রেমে
তবে গিলে খাচ্ছো বিষ
কিশোর কিশোরী একই ভুলে
আহত এই ভুবনে!!
কেহ বাহিরে কেহ ভিতরের শূণ্যতায়
সাদা কালো বিষাক্ত ছলনায়
মানুষের জীবন আজ বড় অসহায়
সকলের মুখে মুখে একটি পরিচয়
কষ্ট ছাড়া কিছুই নেই হৃদয়!!
অশ্রুতে ভাসে জীবনের আনন্দ
বৃষ্টি জলে আষাঢ়ী ছন্দ
ধ্বংস হইতে বাঁচে না ব্যথাতুর গন্ধ
চোখ থাকিতেও তরুণ তরুণীরা প্রেমে অন্ধ!!
সবে ভাবে তুচ্ছ কাজ
নিজের সাথে নিজের অভিনয়,
চোখের নীচে ছায়া কালো দাগ
কেবল প্রেমের অভাব,
তবে আজ কথাটা মিথ্যা নয়
স্বপ্ন দেখতেও এখন মানুষ ভয়ে কাঁপে!!