মাহাতাব উদ্দিন
কবিতাঃ- সামান্য মানুষ আমি
তারিখঃ-০৯/০৮/২০২২


ইচ্ছে করে সুদূরে চলে যাই
গোপনে মানুষ যেখানে রয়,
আমাকে খোঁজার কেউ নাই
আমার হারাতে কিসের ভয়।-


অপারগতার ব্যথার ক্ষয়
এই তো আমার শ্রেষ্ঠ জয়
মৃত্যু ছাড়া কেউ আপন নয়
পরকে ছেড়ে আপনের কাছে যেতে হয়।-


ভিতরের হু হু হাওয়া
বন্ধ হলে ছেড়ে দিবো মায়া
জগতে নেই কারো দয়া
সকলে স্বার্থে ছায়া।-


সামান্য মানুষ আমি
বিষন্ন ভবের কোণে একটু জমি
মেঘে মেঘে দূর নীলিমায় সুখের ভূমি
সে তো উপহারের চেয়েও দামী।-


সেথায় আমি কিভাবে যেতে পারি
আমার ভেলায় স্মৃতিগুলো দিয়েছে পাড়ি
অতিথি আসলো না আর আমার বাড়ি
বড্ড তুচ্ছ মনে হয় এতো বাড়াবাড়ি।-