কেনো জেগেছিল এতো আশা সাধ
অশ্রু স্রোতে ভেসে যায় জীবনের সকল সাধ!!
নিশী ঘন অন্ধকারে ছুটে চলা
গভীর সাগরে নতুন খেলা!!
মায়াবী চাঁদনী রাতে কত দিন কত রাত
প্রবল শক্তিতে দূর্বল মনে আঘাত
সহ্য করিতে করিতে কেটে গেলো বহু বছর দিন রাত!!
সে বেঁধে ছিলো বাসা আমার মনের পাতায়
নয়নে নীর বুকের ব্যথায় কাঁদায়!!
বুকের মাঝে যত সুখের কল্পনা
পুড়ে হয় ছাই বাসনার যন্ত্রণা!!
ঝড় কি কম ছিলো সেই বিদায় রাতে
আকাশ ও কেঁদে ছিলো আমার সাথে!!
বিদায় বেলা সন্ধ্যা তারা
আলো শূন্যে ছিলো, পৃথিবী আঁধারে ছিলো ঘেরা!!
মুখোমুখি দুজনের দু'টি পথ
এই শহরের উল্টো পথে তোমার পথ!!
কতটা আশায় আমি বেঁধেছিলাম বাসা
কিন্তু তোমার হৃদয় ছিলো ছলছলানি কুয়াশা
তোমাকে গিলে খেলো কুয়াশা
তোমার আড়ালে ভেঙ্গে গেলো আমার আশা!!
তুমি কি ফিরে আসবে আবার
যেমন আছো তেমনি আসো একবার
জোয়ারের মত ফিরে আসো জলে
অশ্রু জলে সুখের সাথে মিশে যাও এবার
পারি না অপেক্ষা করতে আর!!
শুকিয়ে যায় হৃদয়ের রস
শরীর মনে দুইয়ে মিশে গেছে বিষ!!
মুখ আর কণ্ঠেস্বরে বুকের মধ্যে জাগিয়ে রাখা
পুরনো স্মৃতির পাতায় তোমার সাথে হয় দেখা!!
অশ্রুজলে কত সুখ মুছে ফেলা
সে তো আমার প্রতিরাতের পথ চলা!!