ছায়া তাকায় আমার দিকে
জানি না আরো কত কি আছে বাকি
পথে চলিতে-চলিতে বিপদ মুখি
এদিকে মধ্যপথে নিভে যায় সুখের দীপ্তি!!


আঁখি করে ছল-ছল
ছড়িয়ে পড়ে ফসল জমিতে
লোনা জলে ভিজে যাচ্ছে সুখের খোয়াব
প্রথম প্রেমের অশ্রুজলের গান!!


কঠিন সময় কে মুক্তি দাও ভালোবেসে
এই যে ভালোবাসার পূর্ণ অধিকার
বিনা বাঁধনের প্রেম ছিড়ে গেলে যাক
কতদূর আর যাবে, মনের দুয়ারের বাইরে তো আর নয়!!


আমার গানের অশ্রুজলে আমি জব্দ
তবুও তোমাকে চাষ করি নিয়মিত মনে
অতীতের সময় যতদূর দেখা যায় চোখে
ততটা পথ গেঁথে রেখেছি বুকে!!