নিভে যাচ্ছে আলো একে একে
প্রতিটি পথে দাঁড়ায় ছায়া কালো!
দেখছ কি, এই মানুষ গুলো অন্ধ নয়
আজব কথা, তাও হয় কি সত্যি
ওই যে ডুবায় চোখের জলে!!
চলতে থাকে ভাঙচুর
ঝরা পাতা হারায় যথা-
ওই ব্যথা তো শুধুই বুকের ব্যথা।-
স্বপ্ন খুঁড়ে খুঁড়ে তুলে আনা
তবুও লুকিয়ে থাকে
ছায়াঘন মানুষের রূপ
নিত্যনতুন বিপদের মুখ।-
কে করে কাহারে নির্যাতন
প্রথম উদাও এমনি লাগে!!
নিষ্পাপ ভাষায় প্রেমের কথা
জীবন ঢেকেছে আঁধারের ছায়ায়!!
অসীম অন্ধকারে তবুও খুঁজি পথ রেখা
কোথা পাবো সেই শৈশব
সেথায় এখন ব্যথার বালুচর
আর কত জাগবো রাতভর
রূপের গুনে ওই নারী ছিলেন স্বার্থপর।-