গতিপথ বদলায় বিষন্নতা বাড়ে,
আকাশে মেঘ জমে বর্ষা ঝরে,
দিগন্ত ছুঁয়ে রং বদলায়।
কিছু সুখ যা আমার ছিলো
আজি সবি নিভু আলো,
কোন খবর নেই
শুধু সময় কেটে যায়।
কত অজস্র ভাবনা, কত স্মৃতি-
হাতছানি দেয়, পিছু ডাকে।
একান্ত নীরবে, কয়েক শত বছর ধরে-
আমি সেই আগের মতোই।
কোন সুর নেই, ছন্দ নেই,
নেই কোন স্বপ্ন।
আমিতো এরকমি-
এভাবেই কেটে যায় আমার আজ কাল।