এ এক আজব দেশ ভাই,তবে আধুনিক বেশ!
দিন রাত মানুষ মরে এখানে গুম হয়,অন্যায়-অত্যাচার
আরও কত কি বলা বড় দায়,
তবুও হেসে খেলে অশ্রু উড়াই-
কটুক্তির ছলে মোরা আধুনিকতার গান গাই।
আধুনিক হয়েছি মোরা এ সব তুচ্ছ যতসব,
কিছু অবিচার হোক নাহয় কি হবে ভেবে এসব?


আজ তাই প্রশ্ন রেখে যাই-
"সদ্য পুষ্প যদি ঝড়ে পড়ে অকালে
তবে কে রইবে আধুনিকতায়?
কে রইবে আগামীর ভোরে?"