গতবার যত কথা ছিলো বলেদিয়েছি সব;
নতুন কিছু কি বলবো তাই-
চুপ করে রই, কথা সাজাই, ছন্দ মিলাই।
ভুলে যাই সব, গোলমাল হয়;
কথার সাথে কথার প্যাঁচ লেগে রয়,
তবুও আমি আবারো সাজাই।
শুধু যেন তোমায় কাছে পাই,
সময়ের কাছে তাই বারবার ছুটে যাই,
হাতটি বাড়াই;
তবুও চলে যাও দূরে আরও সুদূরে
স্রোতের টানে বহু দূরে ,
কথা মোর পরে রয় অবেলায়-
অগোছালো হয়ে ব্যর্থতার বেড়াজালে।