তুমি বোঝ নি এখনো
ভুলে যাওয়ার সময় ফুরিয়ে এসেছে।
এখন আর চাইলেও ভুলা যায় না।
বয়সের সাথে সাথে মানুষ অনেক কিছুই ভুলে যায়
শুধু ব্যথা ভুলে না,
ব্যথাদের ভুলা যায় না।
দিন ক্ষন তারিখ লিপি হয় স্মৃতির পাতায়,
ইচ্ছে হলেই কড়া নারে মনের জানালায়,
সুখ পাখিটা উড়ে গেলে দুঃখ বন্দি বুক পকেটে।
ইতিহাস সাক্ষী আছে -
চলে যাওয়া কবিতারা আর ঘরে ফেরে না,
শুধু ব্যথা থাকে নিজের কাছে-
একাকীত্বে অবসরে।