এক অপরিচিত ধূসর ছায়া গ্রাস করেছে আমায়,
প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে যেন-
স্মৃতির পাতা পালটাচ্ছে অবিরাম,
আর তার প্রকাশ পাচ্ছে চোখের কিনারায়।
হঠাৎ মন বলে-"থাকনা এভাবেই,
মুছে লাভ কি?
আর কত কাল লুকোবো মুখশের আঁড়ালে?
কেউতো জানেনা আমার পরিচয়।"
নীড়ের পাখি নীড়ে ফিরে যায়,
এদিকে বিষণ্ণ আমি-
ঐ সুদূর কাশবনের চেয়ে
একাকীত্বেই রয়ে যাই জড়িয়ে বিষণ্ণতাকে।