এই রোদ্দুর নীলিমা ছেড়ে যেও না চলে,
নীরব এই শহরের নিস্তব্ধতায় খুব বেশি  প্রয়োজন তোমায়।
মমতার হাত ধরে ফিরে এসো কুড়ে ঘরে;
কি হবে চলে গিয়ে, ভালোই আছি বেশ দুজনে মিলে।
হোক না হয় খুনসুঁটি কি হবে তাতে?
অভিমান ভুলে-
এ জীবন না হয় আমার নামেই লিখে দিলে।
তাই বলছি যেও না চলে
জীবনের উপসংহারে একটু বেশিই প্রয়োজন তোমার।