কবি তুমি কার?
কি তোমার পরিচয়?
কার জন্য কলম ধরো
স্বচ্ছ হৃদয় খোঁদাই করো?
কখনো কৃষক-মজুর,
কখনো শিক্ষিত সুর,
কখনো আবার প্রেমিক পুরুষ,
কখনোবা গোলা বারুদ।
কখনো তুমি ছুটন্ত পথিক,
কখনো আবার স্থির!
কার জন্য তুমি অশ্রু ঝরাও?
কার জন্য প্রেমটা বিলাও-
সংগ্রামী হও,
কার জন্য তুমি উদাস মনে
আকাশ পানে চাহিয়া রও?
কবি তুমি কার?
কি তোমার পরিচয় বলে যাও।