আমি কবিতা লিখিনি কভু,
জীবনী লিখেছি !
ডাইরির পাতায় পাতায় জীবনী লিখেছি।
যারা কথা বলে, আজও কথা বলে
শুধুই কথা বলে, আমি তাদের লিখেছি।
আমি কবিতা লিখিনি কভু,
জীবনী লিখেছি।
আমি বারবার মানুষ হতে চেয়েছি,
সাধারণ মানুষ !
আমি নিজেকে খুঁজেছি প্রতিটি জীবনে,
সুখ-দুঃখ,আনন্দ-বেদনা জড়িয়ে নিজেকে খুঁজেছি,
আমি কিন্তু কবিতা লিখিনি।
কারণ আমি যে কবিতা জানি না,
শুধুই জীবনকে চিনি,
যে জীবন আমায় প্রতিনিয়ত সাঁজায়
নুতুন কোনো বেশে,
যে জীবন আমায় নতুন কিছু শেখায়
প্রতিটি মুহূর্তে।
তাইতো আমি কবিতা লিখিনি কভু,
জীবনী লিখেছি !