স্পর্শ কাতর আমি
শীতের আঁধারে উষ্ণতার প্রতিচ্ছবি খুঁজেফিরি,
এ যেন  মরুভূমির মাঝে জলরাশি
কোথায় পাবো আমি?
বিবেকর কাছে মাথানত আজ মনুষ্যত্ব,
আপন-পর কে কার
এতো শুধু স্বর্থপরতার কাড়াকাড়ি।
উপরের সমাজ ঘুমন্ত আঁধারে
নিচু সমাজের আর্তনাদ শুনবে কি করে?
রঙিন চশমায় সবকিছু রঙিন দেখে তারা,
সাদা-কালোর পৃথিবীটা রয়ে যায় -
শুধু আমারত্বরে।