এ জগৎ সংসার-
আজ শুধুই বিষণ্ণতায় ঘিরে,
হাহাকারের চিত্র সবারি অন্তরে।
কোথায় হারালো শিশির ভেজা ঘাসে-
সূর্যের হাসা-হাসি,
বসন্তে কোকিলের আড়ালে ডাকা-ডাকি।
কোথায় আজ জসীমউদ্দীন এর সেই কাজল গাঁ,
হয়তো হারিয়েছে অনেক দূরে নিমন্ত্রণ চিঠিটা।
কোথায় বয়ে চলে
জীবনানন্দ দাশ এর সেই ধানসিঁড়িটা?
লালে রাঙ্গা কিশোরীর পা আজ শিকলে বাঁধা।
কোথায় পাবো তারে-
সেই সুখি মানুষটিরে, এই রণক্ষেত্রের ভিড়ে,
এখানেতো শুধুই কান্নার প্রতিধ্বনি
জীবন স্রোতের এপার ওপারে,
সবুজের এ মাঠ আজ রুক্ষ মরুভূমি।