মাগো আজ আমার ভীষণ ভয় হয়!
ওরা বিবেকটারে বিক্রি করে
বস্তা ভরে সস্তা দরে;
মুখোশ বেশে বুকে জড়ায়
খুব নীরবে পাঁজর ভাঙে।
ওরা আড়াল থেকে রক্ত চুষে,
অন্ধকারে মুখ লুকায়;
সত্যটাকে রক্তে মাখায়,
মিথ্যেটাকে রঙিন বানায়।
ওরা হাসি ঘোচায় দুঃখ আনে,
ওরা অত্যাচার আর শাসন জানে।
ভালোবাসার হৃদয় স্রোতে ওরা বাধা আনে,
অশ্রু ধারার প্লাবন আনে,
ওরা যুদ্ধ আনে ধ্বংস করে
ওরা হাজার বুকে গুলি ছোঁড়ে।
মাগো তবে কি ওদের সত্যিই আজ মানুষ বলা যায়?
নাকি নির্মম কোনো জন্তু অথবা তার চেয়েও বেশি কিছু।