তবে আমিও হবো নিরুদ্দেশ
ঠিক তোমার মতো করে।
অভিমান কি পুরোটাই তোমার?
কে দিয়েছে সে অধিকার?
আজও অশ্রু সিক্ত হয় রাত গভীরে,
বুকের পাঁজর ভাঙে তোমার স্মরণে,
স্বপ্নগুলো কাঁচের টুকরো হয়ে আছে,
ভেঙে গেছে!
শুধু আমিই পুড়ছি অনলে
অগ্নি শিখার মতো ধাউধাউ করে।
তাই আমিও হবো নিরুদ্দেশ
ঠিক তোমার মতো করে-
কোন এক শান্তির নীড়ে।