মুক্ত স্বাধীন আলোর খোঁজে
এসেছিলাম এ সমাজে,
আগেতো বুঝিনি
কালো মেঘে আচ্ছন্ন এখানকার চারোপাশ,
বাহির হতে দেখে মনেহয়
এ এক সুখি সমাজ।
মানুষের মাঝে মানুষের ভেদাভেদ,
অহংকার আর ক্ষোভের কাছে-
সত্যের পাল্লা অতি নগণ্য।
মানুষের মাঝে আরেক যে মানুষের বাস
তার কথা কে জানে? উপর থেকে সবাইতো-
সাদামাটা তা বুঝেছি আজ।