অনেকেই বলে অনেক কিছু,
অন্ধকারের মাঝে ছুটে চলি অযথা স্বপ্নের পিছু,
তারাতো বোঝেনা, প্রকৃতো স্বপনটা-
ডাকে আমারে হাতছানি দিয়ে
আঁধারের মাঝে এক মুঠো আলো নিয়ে।
আমিও তাই, ছুটে যাই চিরোচেনা সেই আলোর মাঝে,
যার কাছে বাঁচতে শিখি আবার নতুন করে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে।
তিনিইতো আমার মহা গুরু অন্য কেউনন,
আমাতেই বসবাস তার, তিনি আপন সত্তা আমার।