অভিশপ্ত অনলে আচ্ছাদিত পৃথিবী,
বিশাল বিস্তৃতি জুড়ে উত্তপ্ত এ নগরী,
আগ্নেয়গিরির কাছে-
আত্মসমর্পণ হিমালয়ের হিমাঙ্ক,
জ্বলছে আকাশ জ্বলছে ভুমি,
রুক্ষ মরুর মাঝে কোথায় পা ফেলি?
কোমল পদতলে উত্তপ্ত লাভা!
আর্তনাদ শুনা যায় শুপ্ত প্রতিভার,
ব্যস্ত মানুষ ব্যস্ত সবাই,
এ পৃথিবীতে হায়! কেউতো কারো নয়
বিপদেরত্বরে অপরিচিত সবাই।
কাকে বুঝাবে কে?
মনুষ্যবোধ যেদিন জাগ্রত হবে-
সেইদিন এই অভিশাপ মুছে যাবে।